লাখাইয়ে ৭০ টি পূজা মণ্ডপে ত্রাণ বিতরণ করেন এমপি আবু জাহির

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩ | আপডেট: ১০:১৮:অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লাখাই উপজেলায় ৭০ টি পূজা মণ্ডপে আগত ভক্তদের মাঝে আহার্দ বাবদ ত্রাণ বিতরণ করেন এমপি আবু জাহির।
১৯ অক্টোবর বৃহস্পতিবার লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ৬নং  বুল্লা ইউপির চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ ও  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সম্পদ রায় প্রমুখ।
এমপি আবু জাহির লাখাই উপজেলায় দীর্ঘদিনের হিন্দু মুসলমানদের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের কোন ছাড় দেওয়া হবে না।উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে এবং  আওয়ামীলীগের নের্তৃবৃন্দ আপনাদের পাশে আছে।আপনারা সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব পালন করবেন এবং উপস্থিত পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ কে পরিবার পরিজনদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দের হাতে অনুদান তুলে দেন প্রধান অতিথি।