সিলেট-২ আসনে শফিক চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবি মুক্তিযোদ্ধাদের

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩ | আপডেট: ১২:৩৯:পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

 

সিলেট প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব  শফিকুর রহমান চৌধুরীকে চান সিলেটের বিশ্বনাথ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

 

আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৮ নভেম্বর) দুপুরে শফিক চৌধুরীর সমর্থনে বিশ্বনাথে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ করেছেন বিশ্বনাথ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা।

 

আর মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে সিলেট-২ আসনে শফিক চৌধুরীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবিও জানান তারা।

 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলীর সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ওই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, হারিছ উদ্দিন, মকদ্দুছ আলী ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি জালাল মিয়া।

 

বক্তব্যকালে জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ও গণফোরামের বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খানের কড়া সমালোচনা করে তারা বলেন, দীর্ঘ ১০বছর ধরে সিলেট-২ আসনে আওয়ামী লীগ দলীয় কোন সংসদ সদস্য নাথাকায় উন্নয়নবঞ্চিত হয়ে পড়েছেন বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বাসিন্দারা।

 

আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের কোন প্রার্থী দেওয়া না হলে আবারও উন্নয়নবঞ্চিত থাকতে হবে এই দুই উপজেলাবাসীকে। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে শফিকুর রহমান চৌধুরীকে দলীয় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান তারা।

 

সমাবেশে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, উস্তার আলী, তৈয়ব আলী, নজরুল ইসলাম, মতিলাল দে, নুরুল ইসলাম, ইন্তাজ আলী, মাহমদ আলী, ছানোয়ার আলী, আলমি উল্লাহ, মনির মিয়া, আছলম আলী, আব্দুর রাজ্জাক, আব্দুছ ছাত্তার, ছয়েদ আলী, উস্তার আলী,

মোকাদ্দেছ আলী, তালেব আলী, আরশ আলী, মুসলিম আলী, আব্দুল মান্নান, আছলম মিয়া, ওয়াব আলী, উমেশ বৈদ্য, কিরন মালাকার, জমির আলী, হারিছ উদ্দিন আহমদ, নিরেশ বৈদ্যসহ আরও অনেক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।