কুলাউড়ার কাদিপুরে একটি বড়ই গাছের পাশে ডোবায় পড়ে দুই শিশুর অকাল মৃত্যু

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪ | আপডেট: ৭:৪৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪

কুলাউড়ায় কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় একটি বড়ই গাছের পাশে ডোবায় পড়ে গিয়ে ৬ বছর বয়সী এবং ৮ বছর বয়সী দুই শিশুর মৃ°ত্যু হয়েছে। নি°হত দুই শিশু সম্পর্কে একে অপরের চাচাতো বোন।
৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকেল (সাড়ে ৪ টার দিকে) এ ঘটনা ঘটেছে। শিশু দুটি চুনঘর এলাকার তাহির আলীর মেয়ে মেঘলা বেগম (৮) সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

অন্য শিশু একই বাড়িরই মো: বিলাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬) সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

এব্যাপারে মেঘলা ও মোহনার চাচা ( আশিদ মিয়া) জানান, মেঘলা মোহনাকে নিয়ে তার বাবার বোরো ক্ষেতে গিয়েছিল। বাবার কাছ থেকে মেঘলা এবং মোহনা (সাড়ে ৪ টার দিকে) ২০ টাকা নিয়ে বাড়িতে আসে। বাবা ক্ষেতের কাজ শেষ করে ৫ টা – সাড়ে ৫ টার দিকে বাড়িতে এসে মেয়ের কথা জিজ্ঞেস করলে পরিবারের লোকজন মেয়ে আসে নাই বলে জানান। মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি বড়ই গাছের পাশে ডুবাতে তার লাশ দেখতে পান। সেখান থেকে লাশ উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনার খোঁজে তার চাচা জায়েদ মিয়া ও জুহুর আলী একই ডুবা থেকে মোহনার লাশ উদ্ধার করেন।দুই শিশুর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।