সোয়েব আহমেদের সমর্থনে লন্ডনে মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪ | আপডেট: ৮:০০:অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

সেলিম উদ্দিন (লন্ডন থেকে) : আসন্ন উপজেলা পরিষদ নির্বচানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান শোয়েব আহমেদের সমর্থনে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যাক প্রবাসী বড়লেখাবাসীর উপস্থিতিতে গত ২২ এপ্রিল পূর্ব লন্ডনের হোয়াইট চ্যপেলের তারাতারি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখা উপজেলাবাসীর ব্যানারে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ হোসেন। মৌলানা হাফিজ আব্দুল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তারা,বড়লেখা উপজেলার আর্ত সামাজিক উন্নয়ন বিশেষ করে দরিদ্র অসহায় জনগোষ্ঠির জন্য বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, সৎ ও আদর্শবান থেকে এলাকার উন্নয়নে কাজ করে তিনি গরীব ও মেহনতী মানুষের কাছে একজন সত্যিকারের নেতা হিসেবে আবিভর্‚ত হয়েছেন। সাধারণ জনগনই তাঁকে এবারো নির্বাচিত করবে বলেও সভা থেকে আশা প্রকাশ করা হয়। একই সাথে সভা থেকে সোয়েন আহমেদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে দেশ ও প্রবাসে থাকা বড়লোখার সকল অধিবাসীদের সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়।

সাংবাদিক সেলিম উদ্দিন ও সমাজ সেবক ফয়সল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গিয়াস উদ্দিন,সাবেক কাউন্সিলর আতাউর রহমান (আতা),ফখরুল ইসলাম জীবন,বাবু শ্রীপদ দাস,ফখরুল আলম,কে এন নাসের,আবু রহমান, তাজ উদ্দিন, ফরিজ আলী, শামিম আহমেদ,মিফতা উদ্দিন চৌধুরী প্রিন্স,শাহাব উদ্দিন আহমেদ,কাইয়ুম চৌধুরী,সেলিম আহমেদ,এলাইস আহমেদ,সালেহ আহমেদ আবু,সোহেল আহমেদ,লিয়াকত আহমেদ খাঁন,লুৎফুর রহমান,সিপার আহমেদ,মোহাম্মদ আলী,রুনু মিয়া,আব্দুল মালেক,নাজমুল ইসলাম,জুসেল আহমেদ,আকবর হোসেন,নাজমুল ইসলাম বাবলু,সাব্বির আহমেদ,তারেক আহমদ সুমন প্রমূখ। উল্লেখ্য সোয়েব আহমেদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং একবার সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। আর এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর ও আজির উদ্দিন।