![ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত](https://www.banglakagojnews.com/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-23-at-5.45.18-PM.jpeg)
ইতালি প্রতিনিধি:
দেশ ও প্রবেশের মানবতামূলক কাজের ধারাবাহিক কার্যক্রম কে গতিশীল করতে গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কার্যকরি কমিটি পুনর্ঘটনের জন্য জরুরি সভা সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি মো মাবুব হাসান ছানার এর সভাপতিত্বে সভায় এসোসিয়েশনের কয়েকজন সদস্য অন্য একটি সংগঠনের সাথে জড়িত হওয়াতে তাদেরকে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অপরাদে তদেরকে গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে বহিষ্কার করা হয়। এসোসিয়েশনের শূন্য পদগুলো পূরণ করার জন্য এবং নতুন কার্যকরী কমিটি পুনর্গঠনের জন্য আগামী ১১ মে শনিবার আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন এ কে এম মাহবুবুর রহমান ,আলী আসকির,মোঃ শাহাবুদ্দিন ইউনুস মিয়া ,আমানুর রহমান ,রুজেল রহমান ,আজিমুল হক পলাশ ,মিঠু তপাদার,রাজন কায়সার ,আব্বাস তালুকদার ,ফয়সাল পলাশ ,নাজমুল হোসেন ,আওলাদ হোসেন ,আমির হাসান।