আয়ারল্যান্ড সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৪ | আপডেট: ৫:২৮:পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৪

বেলাল আহমেদ : রাষ্ট্রীয় সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার জন্য আয়ারল্যান্ডে এসেছেন বাংলাদেমের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। লন্ডনের বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে নিয়ে গত ১২ মে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আয়ারল্যান্ডের ডাবলিনে পৌছান। ডাবলিনে থাকাবস্থায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও লন্ডনের বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সাথে ডাবলিনের ক্যাসল নক হোটেলে আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহবায়ক বেলাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের নেতৃত্বে আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এসময় আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনসহ,আয়ারল্যান্ড প্রবাসী বাঙালীদের নানা সুযোগ সুবিধার বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষনের পাশাপাশি আয়ারল্যান্ডে আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম তুলে ধরা হয়। সৌজন্য সাক্ষাতকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও লন্ডনের বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম আয়ারল্যান্ড প্রবাসী বাঙালীদের জন্য প্রস্তাবিত বিষয়গুলো সরকারের উচ্চমহলে অবহিত করে তা বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য জালাল আহমেদ ভূঁইয়া,কামরুজ্জামন নান্না,রফিকুল ইসলাম,আফসার উদ্দিন,আজিমুল হোসেন,মিনহাজুল আমিন শাকিল,মিজানুর রহমান মিজান প্রমূখ।