আয়ারল্যান্ডের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দ্বিপাক্ষিক সভা

প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৪ | আপডেট: ৫:৪৩:পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৪

বেলাল আহমেদ : আয়ারল্যান্ড সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে আয়ারল্যান্ডের পররাষ্ট্র সচিব এইচ ই জোসেফ হ্যাকেটের এক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরকারের উচ্চ পর্যায়ের এই সভাটি অনুষ্ঠিত হয় গত ১৩ মে ডাবলিনে। সভায় স্ব স্ব দেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা উভয় পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার,বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি,আইসিটি, শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ এবং বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে পেশাদার ও দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে ভ‚মিকার রাখতে সম্মত হোন। এছাড়া সভায় বিশেষ করে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডের ভিসা প্রক্রিয়া সহজীকরণে নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বাংলাদেশী হাইকমিশনার সাইদা মুনা তাসনিমও উক্ত দ্বিপাক্ষিক সভায় যোগ দেন। দ্বিপাক্ষিক সভার আগে, দুই পররাষ্ট্র সচিব দুই পররাষ্ট্র দফতরের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক সভার একটি এমওইউ স্বাক্ষর করেন।