বার্মিংহামে আলহাজ্ব নাসির আহমেদের শোক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৪ | আপডেট: ৬:৩০:পূর্বাহ্ণ, জুন ২, ২০২৪

আহমেদ কাবির  : যুক্তরাজ্যের বার্মিংহামে গত ২৮ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বিঅন টিভি ইউকের অন্যতম পৃষ্টপোষক ও বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান সদ্য প্রয়াতঃ মরহুম আলহাজ্ব নাসির আহমেদের এক বিশাল শোক সভা। আলহাজ্ব নাসির আহমেদের প্রতি কমিউনিটির মানুষদের ভালোবাসার বহিঃপ্রকাশে বার্মিংহাম ছাড়াও লন্ডন,ম্যানচেষ্টার,লুটন ওল্ডহাম,নর্থহাম্পটন এমনকি স্কটল্যান্ড থেকেও দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আঞ্চলিক সংগঠনের শীর্ষজনসহ কমিউনিটির সর্বস্থরের প্রবাসীর উপস্থিতিতে শোকসভাটি হয়ে উঠে একটি সার্বজনিন শোক সভায়। সার্বজনিন হয়ে উঠা শোক সভায় বার্মিংহামের পেরীবারের রয়েল বানকুয়েটিং হল হয়ে উঠে একেবারেই পরিপূর্ণ। আগত মানুষের চাপে স্থান সংকুলান না হওয়ায় আয়োজকরা আরো অতিরিক্ত আসন বসাতে বাধ্য হোন। হৃদয়ের আবেগ থেকে শোক সভায় যোগ দিয়ে বক্তারা,প্রবাসে বাঙালী কমিউনিটির উন্নয়নে মরহুম আলহাজ্ব নাসির আহমেদের নানা অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং সাতানব্বই বছর বয়সেও প্রবাসী বাঙালীদের যে কোনো কর্মকান্ডে সর্বাগ্রে এগিয়ে আসা তাঁর কর্মযজ্ঞগুলো বিশেষ করে নতুন প্রজন্মের জন্য এক উদাহরণ বলেও অভিমত প্রকাশ করেন। বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত উক্ত শোকসভা শুরু হয় কোরান তেলাওয়াতে ব্রিটেনের মাল্টি এওয়ার্ড জয়ী মুসলীম কিশোরী জাজিম মরিয়মের পবিত্র কোরান তেলাওয়াত ও ওয়ালসলের শামসুদ্দোহা শিল্পি গোষ্টীর শিল্পিদের নাশিদ পরিবেশনের মাধ্যমে। স্বাগত বক্তব্য রাখেন বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন। শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সরী গোলাম সারোয়ার, ম্যানচেষ্টার বাংলাদেশী সহকারী হাইকমিশনের হেড অফ চ্যান্সরী মল্লিক নাজিরুজ্জামান,বার্মিংহাম বাংলাদেশী সহকারী হাইকমিশনের প্রথম সচিব নাজমুস সাকিব,সান্ডওয়েল কাউন্সিলের মেয়র কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবিই,আপাসান লন্ডনের প্রধান নির্বার্হী মাহমুদুল হাসান এমবিই,বার্মিংহামের বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,কাউন্সিলর মমতাজ হোসেইন,কাউন্সিলর আইয়ুব খান,কাউন্সিলর মায়া আলী,কাউন্সিলর আব্দুল জব্বার,কাউন্সিলর সাইফুর রহমান,সাবেক কাউন্সিলর আব্দুল খালিক,বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমেদ লিটু,মিডল্যান্ডস আওয়ামিলীগের সভাপতি হিফজুর রহমান খান,কভেন্ট্রি আওয়ামিলীগের সভাপতি মখদ্দছ আলী,সান্ডওয়েল আওয়ামিলীগের সভাপতি বেলাল বদরুল,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ ফয়ছল,বাংলাদেশ রিজেনারেশন কাউন্সিল ইউকের ফাউন্ডার এনাম চৌধুরী,বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল,কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেইন,বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,সেক্রেটারী খসরু খান,উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান আলহাজ্ব মাফিজ খান,উপদেষ্টা কলামিষ্ট ম আ কাদির,বার্মিংহাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ,বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আফম শোয়াইব,বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান,মৌলভীবাজার জেলার জনকল্যাণ কাউন্সিল ইউকের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান,বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু,লতিফিয়া ফুলতলী কমপ্লেক্্েরর চেয়ারম্যান মৌলানা কাদির আল হাসান,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন,লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আসম মাসুম,নর্থ ইংল্যান্ড বাংলাদেশী জানার্লিষ্ট এসোসিয়েশনের ফাউন্ডার সৈয়দ সাদেক আহমেদ,আজাদ চৌধুরী একাডেমির প্রতিষ্টাতা আজাদ চৌধুরী এমবিই,প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রশীদ ভ‚ইয়া,মিসেস নাজমা রশীদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,কবি মাফিদুল গণি মাহতাব,শায়েখ মৌলানা মুনীর আহমেদ,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারেভজ,ওয়ালসল বাংলাদেশী প্রগ্রেসিভ সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব নুর মিয়া,লাল হাভেলীর স্বত্বাধিকারী সেলিব্রেটি শেফ আবুল হোসেন,বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল ওয়াদুধ,নাট্যকার তারেক চৌধুরী,একাউন্টেন্ট তাজ উদ্দিন ও আবু নওশাদ,লজেলস বাংলাদেশী জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব আজির উদ্দিন আবদাল,আনজুমানে আল ইসলাহর মিডল্যান্ডস এর সভাপতি মৌলানা হুসাম উদ্দিন আল হুমায়দী,রাইজিং ষ্টার ফুটবল একাডেমির প্রধান নির্বাহী জমির উদ্দিন,সোনালী সুপার মাকের্টের স্বত্বাধীকারী শেখ বশির উদ্দিন,ডঃ জশ আহমেদ,হেন্ডসওয়ার্থ জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব এনামুর রহমানসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। আর আলহাজ্ব নাসির আহমেদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার দৌহিত্রসহ অন্যান্যরা। শোক সভায় মরহুমের জীবন বৃত্তান্ত নিয়ে প্রবাসের বাতিঘর শীর্ষক একটি প্রামান্য চিত্র প্রদর্শণ করা ছাড়াও একটি স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয়। সবশেষে মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে মৌলনা আবুল খয়েরের পরিচালনায এক বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।