বার্মিংহামে পুর্বানাটের বাঙালী ব্রিলিয়ান্স শীর্ষক প্রদর্শনী ও নেটওয়ার্কিং

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২ | আপডেট: ১০:২০:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২

আবু এইচ চৌধুরী সুইট ঃ কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ও বিপুল সংখ্যাক ব্রিটিশ বাংলাদেশী নারীদের অংশগ্রহনে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বাঙালী ব্রিলিয়ান্স শীর্ষক এক প্রদর্শনী ও নেটওয়ার্কিং ইভেন্ট। নাট্য ও সাংস্কৃতিক সংগঠন পুর্বানাটের উদ্যোগে বাংলাদেশেনর মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গত ৬ ফেব্রুয়ারী বার্মিংহামের পেরিবারের ব্রডওয়ে একাডেমিতে এই প্রদর্শনী ও নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। মুলতঃ বার্মিংহামের স্মলহীথের পুর্বানাট ষ্টুডিওতে ব্রিটিশ বাংলাদেশি নারীদের নিয়ে কয়েকটি আর্ট সেশনের ধারাবাহিকতায় এই প্রদর্শনী ও এবং নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হয় ; যেখানে স্থানীয় ব্রিটিশ বাংলাদেশি নারীরা তাদের শৈল্পিক নানা কর্ম প্রদর্শন করা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্টানে যোগ দেয়।

এসময় পুর্বানাটের রিসনা হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনায় অংশ নেন বৃটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা রুজিনা মির্জা, পিএইচডির স্টুডেন্ট মুনতাহা ও নাহিন, নারী নেত্রী ফজলি বিবি, চিত্রশিল্পী হানা ইহসান, নারী অধিকার কর্মি ও টিভি উপস্থাপিকা আমিলা সাজনা বেগম,সঙ্গীত শিল্পি রোজি সরকার,নিতু,সুমি ও পুর্বানাট মিউজিক স্কুলের শিক্ষার্থীরা। স্থানীয় ব্রিটিশ বাংলাদেশী নারীদের শৈল্পিক প্রতিভা বিকাশে একটি নিরাপদ প্লাটফর্ম তৈরি করে দেয়ার প্রয়াসেই এই আয়োজন বলে জানান এর আয়োজক পুর্বানাটের কর্মকর্তা মুরাদ খান ও রাজিব জেবতিক হক।