বার্মিংহামে বাংলাদেশী নতুন সহকারী হাইকমিশনারের যোগদান

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২ | আপডেট: ৭:০৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

জয়নাল ইসলাম : বার্মিংহামে বাংলাদেশী সহকারী হাইকমিশনে নতুন সহকারী হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের ক্যারিয়ার কূটনীতিক মোহাম্মদ আলিমুজ্জামান। তিনি চলতি বছরের ১০ জানুয়ারী থেকে এই পদে দায়িত্ব গ্রহণ করেছেন। উল্লেখ্য ২০০৫ সাল থেকে পররাষ্ট্র দপ্তরের একজন ক্যারিয়ার কূটনীতিক হিসাবে কাজ করা আলিমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক ডিগ্রী এবং অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইঊনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস এন্ড ডিপেন্ডামেসিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনে সহকারী হাইকমিশনার হিসেবে যোগদানের আগে ঢাকা ছাড়াও বিশে^র অন্যান্য দেশের বাংলাদেশ মিশনগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিভিন্ন পদে কাজ করেন। এছাড়া তাঁর এ্যাসিস্টেন্ট সেক্রেটারী পদে SAARC & BIMSTEC-এ,সিনিয়র এ্যাসিস্টেন্ট সেক্রেটারী,প্রটোকল ভিজিট,ডাইরেক্টর-মাল্টিল্যাটারেল ইকোনোমিক এ্যাফেয়ার্স এবং ডাইরেক্টর ও ডাইরেক্টর জেনারেল হিসাবে ফরেইন সেক্রেটারী অফিসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

আলিমুজ্জামান সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশী স্থায়ী মিশনে এবং শ্রীলংকার কলম্বো বাংলাদেশ হাইকমিশনেও নিযুক্ত ছিলেন। বিবাহিত জীবনে আলীমুজ্জামান দুই সন্তানের জনক। উল্লেখ্য মোহাম্মদ আলিমুজ্জামান বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হকের স্থলাভিষিক্ত হলেন। মোহাম্মদ নাজমুল হক ২০২১ এর ১৭ এপ্রিল থেকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনে কনসাল জেনারেল হিসেবে বর্তমানে কর্মরত আছেন। মোহাম্মদ নাজমুল হকের পর মোহাম্মদ আলিমুজ্জামানের দায়িত্ব গ্রহনের পুর্ব পর্যন্ত বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কাউন্সিলার ও ফাষ্ট সেক্রেটারী স্বর্ণালী চন্দ ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।