ইউকেবিসিসিআই নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসের প্রথম সভা

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫ | আপডেট: ৩:৩১:অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

আগামী দুই বছরের জন্য নানা পরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়নের উপড় গুরুত্বারোপ করে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (UKBCCI) এর  নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নির্বাহী পরিষদের বিভিন্ন সদস্যদের উপস্থিতিতে লন্ডনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন UKBCCI এর পুণঃনির্বাচিত সভাপতি ডঃ এম. জি. মৌলা মিয়া এমবিই। সভায় সকল পরিচালকরা আগামী দুই বছরের জন্য কৌশলগত ও আর্থিক রোডম্যাপ নিয়ে বিভিন্ন আলোচনা করে তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহনে নীতিগতভাবে সম্মত হন। ভবিষ্যত কর্মপন্থার মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির আরও বেশি নারী উদ্যোক্তাকে সম্পৃক্ত করা এবং সহায়তা প্রদানের জন্য বিশেষ পদক্ষেপ। সভা থেকে বাংলাদেশের ঢাকা ষ্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত খ্যাতনামা প্রতিষ্ঠান Progressive Life Insurance Company Ltd এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউকেবিসিসিআই বোর্ড এর প্রতিষ্ঠাতা সভাপতি বাজলুর রশীদ এমবিই-কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো ছাড়াও ইউকেবিসিসিআই-এর বোর্ড চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ এনআরবি ব্যাংক লিমিটেডের-এর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় তাঁকে এবং ইউকেবিসিসিআই-এর বাংলাদেশ রিজিওনাল প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেলকে অভিনন্দন জানানো হয়। একই সাথে হারুন মিয়া,মিস ফারজানা হুসেইন নীলা ও আবদূল  করিম সিআইপি মর্যাদা প্রাপ্ত হওয়ায় তাদেরকেও অভিনন্দন জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডিং প্রেসিডেন্ট বজলুর রশিদ গইঊ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম খালিক (জামাল), সাবেক প্রেসিডেন্ট নজরুল ইসলাম নুরু, ইস্ট অফ ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, কনভেনর অফ লন্ডন রিজিওন কামরু আলী, ফাইনান্স ডিরেক্টর ডঃ জোশ ইউ আহমেদ, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ডাইরেক্ট রহেমা মিয়া, ডেপুটি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ডাইরেক্ট ফারজানা হোসাইন নীলা এবং মেম্বারশীপ ডিরেক্টর সাইফুল আলম।

 

প্রেস বিজ্ঞপ্তি।