বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৫ | আপডেট: ১২:৪৩:পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল খাইরুল ইসলাম (২২) নামের এক তরুণের।

গতকাল বুধবার রাত ১০ টার দিকে সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণ মারা যায়।
সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের এমদাদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হন খাইরুল ইসলাম। সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সুবিধপুর পয়েন্টে বিপরীত দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগে। এতে খাইরুল ইসলাম ও তাঁর বন্ধু রাজন মিয়া (২১) এবং হৃদয় মিয়া (২১) গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে খাইরুল ইসলাম মারা যান।

নিহতের চাচা হাজী এখলাছুর রহমান আখলই বলেন, খাইরুল তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। ঘটনাস্থলে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটেছে। ধাক্কা দিয়ে ওই মোটরসাইকেলের চালক পালিয়ে গেছে। খাইরুলের বন্ধুদের অবস্থাও গুরুতর। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ওই তরুণ সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালে মারা গেছে। সেখানকার পুলিশ কাজ করেছে। আইনি প্রক্রিয়া চলমান।