টিকটক ভিডিওকে কেন্দ্র করে যুবক নিহত, মূলহোতা টিকটকার মনির গ্রেপ্তার

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৫ | আপডেট: ১:১০:পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটিক ভিডিও তৈরী নিয়ে বাকবিতন্ডার জেরে রুবেল মিয়া (২৫) নামের এক যুবক নিহতের ঘটনায় প্রধান আসামী টিকটকার মনির মিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার আসামী সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মনির উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই (লতিফ নগর) গ্রামের মৃত তুরাব আলীর ছেলে। এরআগে শুক্রবার রাতে নিহত যুবকের ভাবি আয়শা আক্তার বাদী হয়ে টিকটকার মনির মিয়াকে প্রধান আসামী করে ৭ জনের নামে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ঘটনার পর আসামীরা পালিয়ে যায়। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে প্রধান আসামী মনিরকে গ্রেপ্তার করে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত শুক্রবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই (লতিফ নগর) গ্রামের টিকটকার মনির মিয়া সঙ্গে একই গ্রামের রুবেল মিয়া টিকটক ভিডিও নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল ও তার চাচাত ভাই সুলতান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষনা করেন।