গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ওয়েস্ট মিডল্যান্ড রিজনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫ | আপডেট: ৬:৫৬:অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

বা কা ডেস্ক: গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়েস্ট মিডল্যান্ড রিজনের নির্বাচন পরবর্তি নির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা ২৭শে জুলাই ২০২৫ তারিখে বার্মিংহামের এক্স এল টিউশন সেন্টারে অনুষ্ঠিত হয়! ফিরোজ খাঁনের সভাপতিত্বে ও গোলজার আহমদ ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব খছরু খাঁন! পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব! উপস্থিত নির্বাচিত সকল সদস্যবৃন্দের সক্রিয় অংশগ্রহণে কার্যকরি পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে নিজ নিজ পদ বণ্টন করা হয় ও সর্বসম্মতিক্রমে তাহা গৃহীত হয়।

চেয়ারম্যান,সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে যথাক্রমে ফিরোজ খান ,গোলজার আহমদ ফয়সল ও আহমদ রশিদ ইতিমধ্যে নির্বাচিত হওয়ার পর বাকি ৩২টি পদে পদ বণ্টন করা হয় । কার্যকরি পরিষদে অন্যান্য যাহারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তাঁদের যেভাবে পদ বণ্টন করা হয়, সহ সভাপতি হিসেবে যথাক্রমে কাজী আঙ্গুর মিয়া, এডভোকেট এখলাছুর রহমান,মাফিজ খান ,আব্দুল কাদির আবুল, সিতার আহমদ ও মুফিদুল গনি মাহতাব।

যুগ্ম সম্পাদক যথাক্রমে কামাল হোসেন, কামরুল হাসান,সৈয়দ জাহিদ আহমদ মুসা, সহকারী কোষাধ্যক্ষ যথাক্রমে আনোয়ারুল ইসলাম ও বুরহান উদ্দীন! সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজান রেজা চৌধুরী,সদস্য সচিব মোহাম্মদ আব্দুল নূর, যুগ্ম সদস্য সচিব মুদাসসির খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াদ আহাদ, সহকারী প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হুসেন কাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত,ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত উসমান হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আকীক,যুব সম্পাদক মোহাম্মদ আবুল খাস চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদেক আহমদ শাহান,কার্যকরি কমিটির সদস্য যথাক্রমে খশরু খাঁন, মোহাম্মদ ফখর উদ্দিন, রুকন উদ্দিন, আব্দুল শহীদ,মোহাম্মদ সেলিম মিয়া , আব্দুল এম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হান্নান ও সৈয়দ মোমসেদ রহমান । এ ছাড়া কো অপ্টি সদস্য হিসাবে রয়েছেন আব্দুল আহাদ সুমন, আয়না মিয়া, আব্দুল মুকিত তালুকদার,মুনসুর আলম, নুরুল খাস রিপন, আমিনা বেগম, ফাহিমা হুসেন লিজা, রাশিয়া খাতুন, আব্দুল হালিম, মুহিবুল হাসান, আজাদ মিয়া ও কাওসার আলী শাহীন । উপদেষ্টা বোর্ডে যারা আছেন তারা হলেন যথাক্রমে কামরুল হাসান চুনু, ফয়জুর রহমান চৌধুরী এম বি ই, আব্দুল রশীদ, এমাদ হোসেন,মাসুদ আহমদ, গোলাম মোস্তফা চৌধুরী,তুফাজ্জল হোসেন চৌধুরী, আকিকুর রহমান ও আবুল কালাম আজাদ!
এ ছাড়া গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ওয়েস্ট মিডল্যান্ড রিজনের পক্ষ থেকে আগামী ৫ আগস্টের ট্রিপকে সফল করার লক্ষ্যে বিশেষ গুরুত্ব প্রদান করা হয় ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে অংশগ্রহণের জন্য ডেলিগেট মনোনীত করা হয়।