ইউকেবিসিসিআই বোর্ড অব ডিরেক্টরস –এর সভা। এম. জি. মৌলা মিয়া এমবিই প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত।

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫ | আপডেট: ৮:৩০:অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

বাকা ডেস্ক, বার্মিংহামঃ গত ১৭ জুলাই ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি -এর নবনির্বাচিত এক্সিকিউটিভ বোর্ডের প্রথম বোর্ড মিটিং সংগঠনের লন্ডনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে এম. জি. মৌলা মিয়া এমবিইকে প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।

সভায় পরিচালকবৃন্দ আগামী দুই বছরের কৌশলগত ও আর্থিক রোডম্যাপ নিয়ে আলোচনা করেন এবং নীতিগতভাবে সম্মত হন। অনেক আকর্ষণীয় উদ্যোগ পরিকল্পনায় রয়েছে, যার মধ্যে রয়েছে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির আরও বেশি নারী উদ্যোক্তাকে সম্পৃক্ত করা এবং সহায়তা প্রদানের জন্য বিশেষ পদক্ষেপ। বিস্তারিত তথ্য ও প্রেস বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

এম. জি. মৌলা মিয়া এমবিই-এর সভাপতিত্ব সভায়
বাজলুর রশীদ এমবিই-কে বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত খ্যাতনামা প্রতিষ্ঠান প্রগরেসিভ লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানানো হয়। সভায় উল্লেখ করানহয় যে, বাজলুর রশীদ একজন দূরদর্শী উদ্যোক্তা এবং নিবেদিত সামাজিক কর্মী হিসেবে যুক্তরাজ্য ও বাংলাদেশ উভয় স্থানেই এক উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তুলেছেন। বাজলুর রশিদকে বোর্ড অব ডাইরেক্টরগণ ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন ।

বোর্ড ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান মি. ইকবাল আহমেদ ওবিই ডিবিএ-কে এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানানো হয়।

ইউকেবিসিসিআই-এর বাংলাদেশ রিজিওনাল প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেলকে ও উষ্ণ অভিনন্দন জানানো হয়, যিনি অ্যাম্বার গ্রুপ-এর চেয়ারম্যান, একজন খ্যাতিমান শিল্পোদ্যোক্তা এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি।

 

 

এছাড়াও, বোর্ড হারুন মিয়া-কে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন) সম্মাননা প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছে এবং মিস ফারজানা হুসেইন নীলা এবং আব্দুল করিম -কেও একই মর্যাদাপূর্ণ সিআইপি স্বীকৃতি পাওয়ায় অভিনন্দিত করানহয়।

নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইউকেবিসিসিআই-এর দুই বছরের কৌশলগত পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য সকল পরিচালকের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউকেবিসিসিআই-এর মিশনকে আরও সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশায় এবং কমিউনিটি ও শিল্প খাতে ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ প্রভাব সৃষ্টি করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করতে বদ্ধপরিকর।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম খালিক (জামাল), প্রাক্তন প্রেসিডেন্ট নজরুল ইসলাম নুরু, ইস্ট অফ ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, কনভেনর অফ লন্ডন রিজিওন কামরু আলী, ফাইনান্স ডিরেক্টর ডক্টর জোশ ইউ আহমেদ, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ডাইরেক্ট রহেমা মিয়া, ডেপুটি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ডাইরেক্ট ফারজানা হোসাইন নীলা, এবং মেম্বারশীপ ডিরেক্টর সাইফুল আলম।