সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫ | আপডেট: ৬:৫৬:অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

‎সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

‎সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থীসহ ৩ জন নিহত ও সিএনজি চালাকসহ ২ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছেন। বুধবার দুপুর ১ টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (সুবিপ্রবি) অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এর শিক্ষার্থী আফসানা খুশি ও শফিকুল ইসলাম(৭৫)। আহতরা হচ্ছেন, সিএনজি চালক রশিদ আহমদ (৪৫) ও যাত্রী ঐশি রানী পাল (১৮)। সিএনজি চালক রশিদ আহমদ জেলার শন্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের রমজান আলীর ছেলে এবং যাত্রী ঐশি রানী পাল সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের ভূষন পালের মেয়ে।

‎শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী সুনামগঞ্জ শহরের বাধনপাড়ার শিক্ষক বিপুল চক্রবর্তীর মেয়ে, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এর শিক্ষার্থী আফসানা খুশি শহরের আরপিন নগরের বাসিন্দা ও শফিকুল ইসলাম একই শহরের আলীপাড়ার বাসিন্দা।

‎সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১ সাড়ে ১২ টার দিকে সুনামগঞ্জের শন্তিগঞ্জ থেকে একটি সিএনজি দিয়ে সুবিপ্রবির শিক্ষার্থী ¯েœাহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট’র শিক্ষার্থী আফসানা খুশি, শফিকুল ইসলাম, ঐশি রানী পাল সুনামগঞ্জ শহরে আসার পথে সুনামগঞ্জ- সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা একটি বাস সিএনজিকে মুখোমুখি চাপা দিলে সিএনজির যাত্রী সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট’র শিক্ষার্থী আফসানা খুশি, শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারাযান এবং সুবিপ্রবির শিক্ষার্থী ¯েœাহা চক্রবতীকে সুনামগঞ্জ ২০৫ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের মরদেহ সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাতপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। আহত সিএনজি চালক রশিদ আহমদ ও সিএনজি যাত্রী ঐশি রানী পালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।