
সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জে ৫৫ বোতল ভারতীয় মদের বোতল সহ ইসমাইল (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহন্পতিবার ভোর ৫ টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার হালুযারঘাট বাজার থেকে ভারতীয় ৫৫ বোতলসহ তাকে আটক করা হয়।
আটককৃত ইসমাইল সদর উপজেলার নতুন গুদিগাঁও গ্রামের ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার একদল পুলিশ হালুয়ারঘাট বাজারে অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদসহ ইসমাইলকে আটক করে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ইসমাইলের বিরোদ্ধে মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।