‎সুনামগঞ্জে  ৩৩ শিক্ষার্থী পেল জেলা পরিষদ মেধাবৃত্তি

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫ | আপডেট: ১২:৪৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

সুনামগঞ্জ  ব্যুরো প্রধান :

‎সুনামগঞ্জে  পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীর ৩৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা পরিষদ মিলানায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
‎জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সূচিত্রা রায়, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন।

‎জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার নাসরিন আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাংবাদিক খলিল রহমান, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাদ্দাম হোসেন, সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুবাশ চন্দ্র দাস, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, অষ্টম শ্রেনীর শিক্ষার্থী দিবস তালুকদার, পঞ্চম শ্রেনীর শিক্ষাথী নুসরাত সিদ্দিকা তাহা প্রমুখ।

‎অনুষ্ঠানে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচারক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) তাপস শীলসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পঞ্চম  ও অষ্টম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় ২৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে পঞ্চম শ্রেনীতে টেলেন্টপুল বৃত্তি পেয়েছে ৩ জন ও সাধারণ বৃত্তি পেয়েছে ২২ জন। পঞ্চম শ্রেনীতে টেলেন্টপুল বৃত্তি দেয়া হয়েছে (জনপ্রতি) ২০ হাজার টাকার ক্রসপ চেক এবং সাধারণ বৃক্তি দেয়া হয়েছে ১২ হাজার টাকার ক্রসড চেক প্রদান করা হয়। অষ্টম শ্রেনীতে টেলেন্টপুল বৃত্তি পেয়েছে একজন ও সাধারণ বৃত্তি পেয়েছে ৭ জন। এর মধ্যে পঞ্চম শ্রেনীর টেলেন্টপুল দেয়া হয়েছে (জনপ্রতি) ২৫ হাজার টাকার ক্রসড চেক ও সনদপত্র। সাধারণ বৃত্তিতে দেয়া হয়েছে সনদপত্র ও ১৫ হাজার টাকার ক্রসড চেক।