
আহমেদ সুহেল : জাতীয়-আর্ন্তজাতিক ও স্থানীয় নানা বিষয়ে দলীয় দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা বিশেষ করে ফিলিস্তিনের গাজার বিষয়ে একমুখী নীতি অবলম্বন করে মুসলীমদের উপড় চরম অন্যায়কে সমর্থন ও সহযোগিতার অভিযোগ তুলে বৃটেনের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন বার্মিংহামের পেরীবারের লেবার পার্টির সিএলপির ট্রেজারার ও অত্যন্ত স্বক্রীয় কর্মী একাউন্টেন্ট তাজ উদ্দিন। একই সাথে তিনি লেবার পার্টির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্থানীয় কমিউনিটির সাথে আলোচনা সাপেক্ষে আগামী স্থানীয় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একাউন্টেন্ট তাজ উদ্দিন গত ৩ সেপ্টেম্বর লজেলসের একটি কমিউনিটি সেন্টারে তার সমর্থক ও স্থানীয় কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে জনার্কীণ এক সংবাদ সম্মেলনে লেবার পার্টি ত্যাগ ও কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষনা দেন। বিঅন টিভি ইউকের চীফ রিপোর্টার আহমেদ কাবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে ইংরেজী ও বাংলায় পাঠ করা লিখিত বক্তব্যে একাউন্টেন্ট তাজ উদ্দিন বার্মিংহাম সিটি কাউন্সিলকে নিয়ন্ত্রণে রাখা লেবার পার্টি স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব না দিয়ে কমিউনিটির নানা বিষয়ে দ্বৈত নীতি অবলম্বন করছে বলেও অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে লেবার পার্টির সাথে যুক্ত থেকে দলীয় বিভিন্ন কার্যক্রমে অত্যন্ত সরব থাকা একাউন্টেন্ট তাজ উদ্দিন কমিউনিটির দাবী দাওয়াকে সঠিক সময়ে সঠিক স্থানে তুলে ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন,কমিউনিটি ঐক্যবদ্ধ থাকলে যে কোনো কাজ করা সম্ভব ; তা আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ। এসময় তিনি গাজা ইস্যুতে লেবার পার্টির ভুমিকার তীব্র সমালোচনা করে বলেন,লেবার পার্টি মানবতার পক্ষে না থেকে মানব হত্যার পক্ষে সমর্থন যুগিয়ে তার মতো অসংখ্য লেবার সমর্থক ও কর্মীর প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। একাউন্টেন্ট তাজ উদ্দিন সময়ের প্রয়োজনে লেবার পার্টির এসব কার্যক্রমকে রুখে দিতে দল থেকে পদত্যাগ করে দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কমিউনিটির মানুষদের মতামতের ভিত্তিতে কাউন্সিলর প্রার্থি হবার প্রত্যয় ব্যাক্ত করেন।
সংবাদ সম্মেলনে কমিউনিটির নানা শীষজন ছাড়াও স্থানীয় বাংলা গনমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক রেড্রি এক্্রলের বাংলা বিভাগের প্রধান মোস্তফা চৌধুরী যুবরাজ,বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন,যমুনা টিভির বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ,এটি এন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম,টিভি ওয়ানের মিডল্যান্ডস প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,আই অন টিভি ইউকের বার্মিংহাম লোকমান হোসেন কাজী,দৈনিক সিলেট এর মিডল্যান্ডস প্রতিনিধি বেলাল বদরুল,বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী,বার্মিংহাম বাংলা টিভির সাহিদুর রহমান সুহেল প্রমূখ। উল্লেখ্য আগামী বছর অনুষ্ঠিত হবে বৃটেন তথা ইউরোপের সর্ববৃৎ সিটি কাউন্সিল বার্মিংহাম সিটি কাউন্সিলের স্থানীয় নির্বাচন।