ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বার্মিংহাম আনজুমানে আল ইসলাহর র‌্যালি

প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫ | আপডেট: ৭:২৪:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

আহমেদ সুহেল : মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনিসহ ইসলামের বিভিন্ন ব্যানার ফেষ্টুনসহ অসংখ্য নবী প্রেমী মুসলীমদের অংশগ্রহনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে যুক্তরাজ্যের বার্মিংহামে গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে আকর্ষনীয় র‌্যালি। এই র‌্যালির আয়োজন করে বৃহত্তর সিলেটর প্রখ্যাত আলেম ছাহেব ক্বেবলাহ ফুলতলীর অনুসারী বাংলাদেশ বার্মিংহাম আনজুমানে আল ইসলাহর বার্মিংহাম শাখা। বিভিন্ন মসজিদের ঈমাম খতিব আলেম উলামা,ইসলামিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ প্রবীণ-নবীন সকল প্রবাসী মুসলীমদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার থেকে শুরু হওয়া র‌্যালিটি পার্শ্ববতী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শানে বিভিন্ন নাশিদের ধ্বনিতে মুখরীত হয়ে উঠে পুরো এলাকা। র‌্যালি শেষে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিপুল সংখ্যাক সদস্যসহ কমিউনিটির নানা শীর্ষজনের উপস্থিতিতে বার্মিংহামের ইকাবাল বানকুয়েটিং হলে অনুষ্টিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম আনজুমানে আল ইসলাহ‘র সভাপতি মাওলানা বদরুল হক খান আর পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফিজ সামিম আল মামুন রুমেল। এতে বাংলাদেশ থেকে এসে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন লন্ডন ব্রিকলেন মসজিদের খতিব মৌলানা নজরুল ইসলাম,ইমাম মৌলানা হাসান চৌধুরী ফুলতলী ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান প্রমূখ।

ক্বারী আবুল খায়েরের পবিত্র কোরআন তেলাওয়াত আর হাফিজ হারুনুর রশীদের নাশিদ পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে তাঁর জীবনাদর্শকে অনুসরণ করার আহবান জানিয়ে আলোচনায় অংশ নেন ম্যানচেষ্টার শাহজালাল জামে মসজিদের খতিব মৌলানা খায়রুল ইসলাম খান, বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্জ কামরুল হাসান চুনুসহ আনজুমানে আল ইসলাহর বিভিন্ন নেতৃবৃন্দ। সবশেষে বিশ্ব মুসলীমের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/beontelevision/videos/1685546929499642