জগন্নাথপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া থেকে হরমন দাস(৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আজ বুধবার দুপুর একটার দিকে বাদাউড়া গ্রামের হরমন দাস নিজ ঘরের সাথে থাকা টিনসেট বাথরুমের বাঁশের মাড়ইল(ধর্না)র সঙ্গে শাড়ি কাপড়ের ডোরার রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁর স্ত্রী চিৎকার দিলে আশপাশ লোকজন ছুটে এসে জগন্নাথপুর থানা পুলিশ কে খবর দিলে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান। হরমন দাসের স্ত্রী অর্চনা রানী দাস জানান, তাঁর স্বামী বেশকিছু দিন ধরে অসুস্থ। স্বামীকে ঘরে রেখে তিনি কাপড় কাচার জন্য বাড়ির পাশে পুকুর ঘাটে যান। সেখান থেকে ফিরে এসে ঘরে না দেখে বাথরুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।