
শিপন আহমেদ : যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এলাকার উন্নয়ন ও দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট – ৩ আসনে দলীয় মনোনয়ন চাইছেন। স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীও সিলেট – ৩ নির্বাচনী এলাকার প্রবাসী বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত বার্মিংহামে তাঁর সম্মানে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ১৫ সেপ্টেম্বর এম এ মালিক প্রার্থী হবার এই ঘোষনা দেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা এবং এম এ মালিককে সিলেট – ৩ আসনে মনোনয়নের জন্য অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় মিজান উদ্দিন লিটনের সভাপতিত্বে,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সম্পাদক আওলাদ হোসেন,সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মিষ্টার ও কভেন্ট্রি বিএনপির সাবেক সম্পাদক মেহরাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় এম এ মালিক ছাাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মশাহিদ তালুকদার,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী,সাবেক সম্পাদক সাদেক সুলতান মসুদ ও এম এ খালেক,বার্মিংহাম সিটি বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন,মৌলভীবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আয়াছ আহমেদ,সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন,যুবনেতা আব্দুল কবির,ফয়ছল আহমেদ,সরওয়ার আহমদ,জামিউল ইসলাম,মৌলা মিয়া, মোস্তফা মিয়া,কাজী মনি,ইসলাম উদ্দিন খান,জাবেদ চৌধুরী,শাহ গুলজার আহমেদ,মোর্শেদ আহমেদ,আব্দুল হামিদ আয়নাসহ অন্যান্যরা। মনোয়ার হোসেনের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভা সমাপ্ত হয় মাওলানা আব্দুল মতিন ও নটিংহাম বিএনপির সাবেক সম্পাদক ইকবাল আহমেদের যৌথভাবে দোয়া পরিচালনার মাধ্যমে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃটিশ এমপি আইয়ুব খান,কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,বিএনপি নেতা ফয়েজ উদ্দিন এমবিই,কাজী আঙ্গুর মিয়া,আব্বাস মিয়া,সাদ আলী,ছালিক মিয়া,আব্দাল মিয়া,গিয়াস উদ্দিন,রফিকুর রহমান রফু,মজনু মিয়া,এডভোকেট ওবায়দুল কবির খোকন,এডভোকেট নজরুল ইসলাম,ঈদন আলী,এমরান আহমেদ,চুনু মিয়া,বাবরুল ইসলাম,রেজাউল ইসলাম বিল্লাহ,শামীম খান,ইয়াহিয়া খান,খালিছ মিয়া,হোসেন আহমেদ,মিজানুর রহমান সুহেল,আবুল কাস,আব্দুস শহীদ,আনছার মিয়া,সুরমান আহমেদ,আজাদ মিয়া,আফরোজ মিয়া,শাহ এমরান,ছাদিক আলী,কুদ্দুস মিয়া,জুবের চৌধুরী,ফজলুল হক,কবির আহমেদ,রিয়াদ সৈয়দ রহমান,মিজান রেজা চৌধুরী প্রমূখ।
www.facebook.com/beontelevision/videos/2533426943709805