
লন্ডন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
খেলাফত মজলিস যুক্তরাজ্যের গ্লোস্টার শাখার পূর্ণগঠন সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবীরের উপস্থিতিতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন নর্থ শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবীর। তিনি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করে পুনর্নির্বাচিত সভাপতি মাওলানা ওলিউর রহমান ও পুনর্নির্বাচিত সেক্রেটারি আব্দুল গণীর কাছে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন—
সভাপতি মাওলানা ওলিউর রহমান, সহ-সভাপতি মাওলানা হাবীবুর রহমান, আফসার আহমদ ও মইনুল ইসলাম মুন্সী, সাধারণ সম্পাদক আব্দুল গণী, যুগ্ম সম্পাদক ফরহাদ মিয়া, অর্থ সম্পাদক মুহাম্মদ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, অর্থ সম্পাদক আলহাজ্ব মিছবাহ উদ্দিন, অফিস ও প্রচার সম্পাদক নিজাম উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক নুনু মিয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক জামাল আহমদ। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন: আবিদুর রহমান, সাইফুর রহমান, শাহীন আহমদ, মশিউর রহমান, আকরাম আলী, আবিদুর রহমান সবুজ, সাইদুল ইসলাম, খলীল মিয়া চৌধুরী, মুহা: মহসিন আলি, মঈন উদ্দীন, আব্দুর রজ্জাক ও দুলন মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থ শাখার সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মালিক পারভেজ, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরি, সহকারী সেক্রেটারি ও বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব, সহ সেক্রেটারি আলহাজ্ব মইনুদ্দিন ইকবাল, যুক্তরাজ্য নর্থের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আল ইসলাম, বার্মিংহাম খেলাফত মজলিসের সেক্রেটারি হাফিজ মাওলানা হুসাইন আহমদ, যুক্তরাজ্য নর্থ শাখার সাহিত্য-সংস্কৃতি সম্পাদক মাওলানা সাইফ রাহমান, ব্রিস্টল শাখার সভাপতি ক্বারী আজীজুর রহমান এবং নর্থ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসে ইসলামী আন্দোলনের ধারা এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মকে দ্বীনদার জীবনের দিকে আহ্বান জানাতে গ্লোস্টার শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দায়িত্বশীলদেরকে আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি, উম্মাহর ঐক্য ও খেলাফতের বিজয়ের জন্য বিশেষ দোয়া করা হয়। পরিশেষে গ্লোস্টার শাখার দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম।