সুলফির আঘাতে জগন্নাথপুরের সেই শামীম নিহত

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫ | আপডেট: ১:১১:পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

জগন্নাথপুর প্রতিনিধি:

 

সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও তাঁর বাবাকে মারধরের ঘটনার আলোচিত অভিযুক্ত সেই শামীম আহমদ (৩৫) সুলফির আঘাতে
নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এ ঘটনা ঘটে। শামীম গোতগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের এবাদত মিয়ার ছেলে ইজিবাইক (টমটম) চালক রবিউল মিয়া মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে টমটমটি নিয়ে বের হওয়ার সময় শামীম আহমদের ঘরের বেড়ার সাথে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় মারামারির ঘটনা ঘটে। মারামারিতে শামীম সুলফির আঘাতে ঘটনাস্থলে মারা যায়।
এদিকে, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, নিহন শামীম আহমদ ২০২০ সালে এক তরুণীকে (২৭) আটকে রেখে ধর্ষণের পর আবার ওই তরুণীকে খুঁজতে গিয়ে না পেয়ে বাবাকে মারধরের ঘটনায় এলাকাজুড়ে আলোচিত হয়। তার বিরুদ্ধে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।