পুতিনের নির্দেশের পর ইউক্রেনে হামলা শুরু,একের পর এক বিস্ফোরণ :রয়টার্স

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২ | আপডেট: ১২:০৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনবাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের হামলা শুরুর পর একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমনকি ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগরদ প্রদেশ থেকে গোলা ছোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকা বিবিসির সাংবাদিক জানিয়েছেন, রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্কে বিকট শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণে ওডেসা এবং পূর্ব দোনেৎস্ক ও  ব্লাস্ট এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে পাঁচ থেকে ছয়টি ‘দূরবর্তী বিস্ফোরণ’ শোনা গেছে এবং ইউক্রেনের অন্যান্য অঞ্চল থেকে বিস্ফোরণের খবর আসছে।

বেলগরদ থেকে সিএনএনের সাংবাদিক ফ্রেদেরিক প্লিটজেন জানিয়েছেন, তিনি গোলা ও রকেট ছোড়ার আওয়াজ শুনেছেন। ইউক্রেনের সীমান্তে যুদ্ধবিমান উড়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার কিয়েভের বরিসপিলের প্রধান বিমানবন্দরের কাছে গুলির শব্দ শোনা গেছে।