সুনামগঞ্জে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পরিকল্পনা সভা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২ | আপডেট: ৭:৩৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
গ্রাম-শহরের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সুনামগঞ্জে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফেরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্ববধায়ক (উপ-পরিচালক) ডা. মো. আনিসুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান, জুনিয়র কনসালটেন্ট(মেডিসিন) ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম।

সভায় স্বাস্থ্য স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংস্থা ইরা’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন, বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারি।

বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর ফিল্ড অপারেশন কোঅর্ডিনেটর শশাংক বরণ রায়ের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক রুনা লেইস, সুনামগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ফোরামের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব সংগঠন বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামান, সদর উপজেলার লক্ষণশ্রী কমিউটি ক্লিনিকের কমিউিনির্টি গ্রুপের সভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি আলী নূর জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারি ফারুক মিয়া, সহকারি সমন্বয়কারি জেবুন্নাহার প্রমুখ।

সভায় সুনামগঞ্জের স্বাস্থ্যসেবার মানউন্নয়নে আগামী একবছরের পরিকল্পনা প্রনয়ণ করা হয়।