অমরাবতির গল্প–(১৭)

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২২ | আপডেট: ৬:৪৬:পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২২

———মোঃ শেবুল চৌধূরী ।

————————————অমরাবতির গল্প মানে যে শুধু মাত্র বাগান বিলাসী জীবনীভিত্তিক গল্প তা নয়।অমরাবতির গল্প হচ্ছে বাগান প্রেমিকদের বিভিন্ন রকম সাফল্যের গল্প ।কারণ অমরাবতি’র পথ চলা শুরু বাগানের সাফল্যের মধ্য দিয়ে ।অন্তত অমরাবতির সূচনার ইতিহাস তারই সাক্ষ্য বহন করে।আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই ‘অমরাবতি’র প্রাতিষ্ঠানিক রূপ লাভ হয় ২০১৮সালে ।তবে এর ভিত্তির সূচনা হয় ২০১৩ সাল থেকে মূলতঃ বার্মিংহাম সিটি কাউন্সিলের গার্ডেন প্রতিযোগিতায় অমরাবতি নামক একটি বাগান ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ।টানা ছয়বার যথাক্রমে ২০১৩,২০১৪,২০১৫,২০১৬,২০১৮ইংরেজী পর্যন্ত অমরাবতি কখনো চ্যাম্পিয়ন, কখনো সিটি Bronze এবং কখনো Gold Award Winner হয়।এই সাফল্যের ধারাবাহিকতার এক পর্যায়ে ‘অমরাবতি’ তার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করলো।শুরুতেই অমরাবতি নামে একটি ফেসবুক পেইজ ওপেন করে বাগান বিলাসীদের ইনভাইট করা হয় ।এতে প্রায় ৩২জন অমরাবতির ক্যাফেলায় যুক্ত হন ।যাঁদের সবাই হচ্ছেন অমরাবতির প্রতিষ্ঠাতা সদস্য /সদস্যা । প্রতিষ্ঠাতা সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে ইংল্যান্ড, আমেরিকা, বাংলাদেশ, কানাডা,জার্মান, বাহরাইন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় আটশত বাগান বিলাসী অমরাবতিতে যুক্ত রয়েছেন ।ইতিমধ্যে আমরা ২০১৯ ও ২০২১ সালে অমরাবতির দুটো মিলন মেলা অনুষ্ঠিত হয় ।উক্ত মিলন মেলা গুলোতে অমরাবতি’র সদস্যবৃন্দ ছাড়া ও কমিউনিটির সর্ব স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় ।

অমরাবতি সাফল্যের গল্পের মধ্যে অন্তর্নিহিত রয়েছে অনেকগুলো বাগান প্রতিযোগীতা।এতে দেশ-বিদেশের সকল অমরাবতিয়ানদের অংশ গ্রহণ এবং জয় লাভ ও করেছেন ।এই বাগান প্রতিযোগীতার চর্চা হচ্ছে মূলতঃ যোগব্যায়ামের মতো।শরীর ঠিক মানুষকে যেভাবে যোগব্যায়াম করতে হয়,ঠিক সেই ভাবে অমরাবতি বাগান প্রতিযোগিতা হচ্ছে বাগান গুলোর যোগব্যায়াম ।এ ছাড়া বিগত ২০২১সাল থেকে পরিবেশের ভারসাম্য রক্ষার আন্দোলন হিসেবে “গাছ লাগান,পরিবেশ বাঁচান “এই শ্লোগানকে সামনে রেখে অমরাবতি বাংলাদেশের প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ,ঔষধি ও ফুলের গাছ লাগানোর মধ্য দিয়ে বৃক্ষ রোপণ কর্ম সূচী চালু করে ।যা চলমান রয়েছে ।

সম্প্রতি বার্মিংহামে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে আই অন টিভি এক বিজয় উৎসবের আয়োজন করে ।অনাঢ়ম্বর এই অনুষ্ঠানে পরিবেশবাদী সংগঠন হিসেবে অমরাবতিকে সম্মাননা স্মারক প্রদান করে । সামান্য ক’টি বছরের ধারাবাহিকতায় এই পুরস্কার অমরাবতির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।কোন কোন পুরস্কার নিজেকে যেমন ভালোবাসতে শিখায়, তেমনি আগামীর পথ চলা যে একটা বড় চ্যালেঞ্জ তা ও জানান দেয় । আর এই চ্যালেঞ্জ নিয়ে পথ চলা হচ্ছে অমরাবতিয়ানদের গল্প ।সেদিন অমরাবতি পক্ষ থেকে সভা মঞ্চে গিয়ে সম্মাননা স্মারক গ্রহণ করেন অমরাবতির চেয়ারম্যান মোঃ শেবুল, ফাইনান্স ডাইরেক্টর রাশিয়া খাতুন এবং অন্যতম অন্যতম ডাইরেক্টর অধ্যাপিকা রেহানা খানম রহমান ।সভা মঞ্চে সবাই না গেলে ও অমরাবতির অনেক প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য সহ অনেক অমরাবতিয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।পরিশেষে যা না বললেই নয়, তাহলো অমরাবতি পরিবারের পক্ষ থেকে আই অন টিভি’র সকল কলাকৌশলী এবং আয়োজকবৃন্দকে জানাই কৃতজ্ঞতার সহিত অনেক অনেক ধন্যবাদ।