আহমেদ ক্বাবির ঃ যুক্তরাজ্যের বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে এক ক্বাসিদা বুরদা শরিফ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিপুল সংখ্যাক ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত বুরদা শরিফ আলোচনায় প্রতিষ্টানের খাদিম আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা আবুল হাসানের পরিচালনায় অংশ নেন বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের খতিব সাইয়িদ শেখ ফাদী যুবা ইবনে আলী (সিরিয়া) ও সাইয়িদ শেখ আহমদ সাদ আল মালিকি আল আজহারী (মিশর)। এতে খতমে খাজেগান শরীফ তেলাওয়াত করেন আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ আর মিলাদ শরিফ পাঠ করেণ ক্বারি মোহাম্মদ মাহফুজ। ক্বাসিদা বুরদা শরিফ আলোচনা ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ তাজুল ইসলাম,হুসাম উদ্দিন আল-হুমায়দি, মোস্তফা কামাল বাবলু, সৈয়দ এলাহি হক সেলু, হাজী আব্দুল মালিক প্রমূখ। মিলাদ মাহফিলে বিশ্ব মুসলীমের সুখ শা›িত ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।