নটিংহামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২ | আপডেট: ৭:০৪:অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদসহ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের নটিংহাম (নটিংহামসায়ার) আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামিলীগ যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে গত ২৯ মার্চ নটিংহামের একটি রেষ্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমিউনিটি ব্যক্তিত্ব প্রবীণ আওয়ামীলীগ নেতা সৈয়দ জমিরুল হকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আকবর হোসেন বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ এনামুল হক।

আলোচনায় অংশ নেন আব্দূল হান্নান,রিপণ চৌধুরী দিলাল,নাসির কামালী জিতু,লাল মিয়া,অলিউর তরফদার,মিরাজ কামালি,ফরহাদ তরফদার,নাজমুল হাসান রাজন,মিজানুর রহমান,জয়নাল হোসেন,মোসাহিদ আলী,ইকবাল চৌধুরী,হাফিজুল ইসলাম,জহিরুল ইসলাম পলাশ,রূবেল আহমদ, আব্দুল মতিন,আমির হোসেন প্রমূখ। এসময় আলোচকরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনার নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রবাস থেকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের মাগফেরাত কামনায় সৈয়দ এনামুল হকের পরিচালনায় একি দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি।