বার্মিংহামে নিরাপদ বাংলাদেশ চাই ইউ‘কের প্রতিবাদ সভা

প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২ | আপডেট: ৫:৩৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবীতে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিবাদ সভা করেছে নিরাপদ বাংলাদেশ চাই ইউ‘কে। সংগঠনের বিভিন্ন সদস্যদের উপস্থিতিতে বার্মিংহামের স্মলহীথের ফুলকলি মিঠাই ঘরে এই প্রতিবাদ সভা করে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে‘র ওয়েষ্ট মিডল্যান্ডস শাখা। এতে ওয়েষ্ট মিডল্যান্ডস শাখার সভাপতি আব্দুস সামাদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন নিরাপদ বাংলাদেশ চাই যুক্তরাজ্য শাখার সভাপতি মুসলিম খান। বক্তব্য রাখেন ইউনভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমদ চৌধুরী,জাতীয় ঐক্য ফ্রন্টে ইউকের সাধারণ সম্পাদক সাইফুর রহমান পারভজে,অনলাইন একটিভিস্ট ফোরাম ইউ‘কের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, টাওয়ার হ্যামলটেস কেয়ার এসোসিয়েশনের সভাপতি এ কে এম হেলাল,তাহমদি হোসেন খান প্রমূখ।