বার্মিংহামে ওয়াজ মাহফিল ও ঈদে মিলাদুন্নবী পালন

প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২ | আপডেট: ৫:৪০:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

আবু এইচ চৌধুরী সুইট  : বার্মিংহামের লজেলস উইলস স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের প্রতিষ্টাকালীন সময় থেকে অদ্যাবধি মৃত্যুবরণকারী বিভিন্ন ট্রাষ্টি,মুসল্লী এবং বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল মুসলীমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া,ওয়াজ মাহফিল ও ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। বিপুল সংখ্যক মুসল্লী ও কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহামের লজেলস উইলস স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের অভ্যন্তরে এই বিশেষ দোয়া,ওয়াজ মাহফিল ও ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়। প্রতিষ্টানের পেট্রন আরহাজ্ব নাসির আহমেদের সভাপতিত্বে ও ঈমাম মৌলানা হুসামউদ্দিন আল হুমায়দীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিছ ব্রিকলেন জামে মাসজিদের খতিব মৌলানা নজরুলইসলাম। ওয়াজ পেশ করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান,কভেন্ট্রি ফুলতলী ইসলামিক সেন্টারের পরিচালক মাওলানা হাফিয সাব্বির আহমদ, বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মাসজিদের খাদিম মাওলানা আবুল হাসান,কারী মোজাম্মিল আলী,আলহাজ আব্দুল গফুর, আলহাজ আজির উদ্দিন প্রমূখ। পরিশেষে মিলাদ ও বিশেষ দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়।