ম্যানচেষ্টার বাংলাদেশী সহকারী হাইকমিশনের স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২ | আপডেট: ১১:১২:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

রুহুল আমিন চৌধুরী মামুন (ম্যানচেষ্টার) ঃ যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে ম্যানচেষ্টার বাংলাদেশী সহকারী হাইকমিশন। উপলক্ষ্যে আয়োজন করা হয় দুটো অনুষ্ঠানের। গত ২৬ মার্চ সন্ধ্যায় ম্যনচেষ্টারের সিটি সেন্টারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত প্রথম অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন কাউন্সিলের মেয়র,কাউন্সিল লীডার,কাউন্সিলারসহ ম্যানচেষ্টার,ওল্ডাম, রচডেল, আস্টন, কিথলী, বার্নলীসহ বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত বাংলাদেশী জনপ্রতিনিধি ও বাংলাদেশী কমিউনিটির শীর্ষজন ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান ও তাঁর সহধমিনী মিসেস কানিজ ফাতেমা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির সামিরা ও রিয়ান হাবিবুল্লা’র যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাউস অব কমন্সের সদস্য নাবেন্দ্র মিশরা, স্টকপোট কাউন্সিলের মেয়র কাউন্সিলার আডরিয়ান নটিংহাম, সাউথ টেইমসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলার পাট্রি হাই প্রমূখ। অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিত আলোচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। ভোজসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যি দিয়ে এ ঝাকঝমকপূর্ন এ অনুষ্ঠানের সমাপ্তি হয়। ইংল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আগত অতিথিদের বঙ্গবন্ধুর ছবিযুক্ত মুদ্রা উপহার দেওয়া হয়।

 

স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অপর অনুষ্ঠানের আয়োজন করা হয় ম্যানেচষ্টারের একটা চার্চ হলে। কমিউনিটির নানাজনের উপস্থিতিতে গত ২৮মার্চ অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানেও সবাইকে স্বাগত জানান সহকারী হাইকমিশনার রেজাউল করিম ও কানিজ ফাতেমা। স্বাধীনতা দিবসের উপর অনুষ্টানে আলোচনা করেন আওয়ামীলীগের আরহাজ¦ সুরাবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম, সৈয়দ মাহমুদুর রহমান,ইকবাল আহমেদ ওবিই, এডভোকেট মীর গোলাম মোস্তফা,রুহুল আমীন চৌধুরী মামুন,রুহুল আমীন রুহেল, সিপার মিয়া,ওয়েছ কামালি,গনি চৌধুরী,গৌছ মিয়া,নাসের খাঁন সুয়েব,ফয়জুল হক জুয়েল প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে সাংস্কৃতিক সংগঠন এলসিবি ও অনামিকা ।