২ অক্টোবর আরতা এওয়ার্ড

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২ | আপডেট: ১১:১৪:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

তাজবীর চৌধুরী শিমুল ঃ চলতি বছর ২ অক্টোবর অনুষ্ঠিত হবে কমিউনিটির প্রেষ্টিজিয়াস এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ডস আরতার তৃতীয় আয়োজন। গত ২৮ মার্চ লন্ডনের টেমস নদীতে ব্যতির্ক্রমী নৌবিহারের মাধ্যমে আনুষ্টানিকভাবে আরতা এওয়ার্ড অনুষ্ঠানের ঘোষণা দেন এওয়ার্ডের প্রতিষ্ঠাতা এম এ মুনিম সালিক। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রায় তিন শতাধিক কমিউনিটির নানা শীর্ষজনের উপস্থিতিতে অনুষ্টিত এক মিডিয়া লাঞ্চে এই ঘোষনা দেওয়া হয়। মিডিয়া ব্যক্তিত্ব রাজন সিং এর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত মিডিয়া লাঞ্চে আরতা’র প্রতিষ্ঠাতা,বিশিষ্ট ব্যবসায়ী এম এ মুনিম সালিক আরতা এওয়র্ডেও বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যানারি ওয়ার্ফের কমিউনিকেশন্স অফিসার ও আরতা’র অ্যাম্বেসেডর ডঃ জাকির খান,ঢাকাস্থ ডেফোডিল কলেজের ইউকে প্রতিনিধি আজিজুর রহমান,আরতা’র জাজ গ্রাহাম টেইলর,ডাইরেক্টর সুফি মিয়া,ব্রিটিশ-বাংলাদেশী বক্সার খালিদ আলী,বক্সার ওয়ালিদ প্রমূখ। উল্লেখ্য, ২০১৮ সালে বিখ্যাত ও-টু এলাকার ইন্টারকন্টিন্যান্টাল হোটেলে আরতা’র প্রথম ও ২০১৯ ওযয়েস্ট মিনিস্টারের পার্ক প্লাজারে অনুষ্ঠিত হয় আরতার দ্বিতীয় আয়োজন। কোেিডর কারণে গত দুবছর অনুষ্ঠিত না হলেও এবছর অনুষ্ঠিত হবে রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ডস আরতার এই তৃতীয় আয়োজন।