বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির পিঠা উৎসব

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২ | আপডেট: ১১:১৯:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

লোকমান হোসেন ঃ প্রবাসে বেড়ে উঠা নব প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি উপস্থাপন ও নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে স্পেনের বার্সেলোনায় নবগঠিত মাদারীপুর জেলা সমিতির উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। সংগঠনের বিপুল সংখ্যাক মহিলা সসদ্যসহ বাঙালী কমিউনিটির বিভিন্নজনের উপস্থিতিতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গত ২৬ মার্চ বার্সেলোনার মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। মাদারীপুর জেলা সমিতির সভাপতি শফিক খানের সভাপতিত্বে,মহিলা সদস্যা রুপা আলম ও হামিদা শরিফ হিরার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পিঠা উৎসবের শুরুতে সংগঠনের সভাপতিকে নিয়ে আগত অতিথি ও সংগঠনের সদস্যরা পিঠা উৎসবের কেক কেটে দেশীয় নানা স্বাদের ভাপা, খোলা চিতই, দুধ চিতই, দুধপুলি,পাটিসাপটা,নকশি,ফুলঝুরি,প্রাণহারা,চুকটি পিঠা প্রদর্শন করেন। পিঠা মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কাগজের ইউরোপ ব্যুরো প্রধান নুরুল ওয়াহীদ,বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনার সভাপতি মিসেস মেহেতা হক,ইযুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেন এর সভাপতি খাদিজা আক্তার মনিকা,নুরে জামাল খোকন,এনায়েত ডালী,আবুল কালাম আজাদ,ফয়সল আহমেদ মুল্লা,রুপা আলম প্রমূখ। পিঠা মেলায় সংগঠনের মহিলা সদস্যদের মধ্যে মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে উপহার তুলে দেন সভাপতি সফিক খান। পরে অনুষ্ঠানে আগত অতিথি ও উপস্থিত সবাইকে পিঠা আপ্যায়নের মধ্য দিয়ে পিঠা উৎসবের সমাপ্তি করা হয়।