ভারতীয় ভিসা সেন্টার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২ | আপডেট: ৪:৫৩:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

 

 

ভারতীয় হাইকমিশনের সব ভিসা সেন্টারের কার্যক্রম রমজান মাসজুড়ে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আইভিএসির ওয়েবসাইটে বলা হয়েছে, বুধবার থেকে রমজান মাসজুড়ে সমস্ত আইভিএসি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাসপোর্ট জমা নেয়া হবে। আর বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চলবে। গত কয়েকদিন ধরেই ভারতীয় ভিসা সেন্টারগুলোতে মানুষের উপচেপড়া ভিড়ের ভিডিও ফেসবুকে ঘুরছে। এরই মধ্যে ভিসা সেন্টারগুলো বাড়তি সময় খোলা থাকবে বলে সিদ্ধান্ত জানানো হলো। করোনায় গত দুই বছর ধরে পর্যটন ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।