শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে মিলান বিএনপি

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২২ | আপডেট: ৯:০১:পূর্বাহ্ণ, জুন ৮, ২০২২

ইতালি প্রতিনিধিঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করেছে মিলান বিএনপি। স্থানীয় একটি হলরুমে মিলান বিএনপির সভাপতি হোসাইন মোহাম্মদ মনির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জিয়াউর রহমানের আত্মজীবনী ও জাতীয়তাবাদী দল বিএনপি গঠনে উনার অবদানের উপর আলোচনা করেন মিলান বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কালাম ,সহ সভাপতি উসমান গনি ,শাহ আলম ,সজীব কাজী ,সর্দার মামুন ,যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন বিপ্লব,প্রচার সম্পাদক রুহুল সান ,যুবদলের সহ সভাপতি রবিন শিকদার ,আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি নূর হোসেন জমির ,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সেলিম আহমেদ ,সাংগঠনিক সম্পাদক জুয়েল পাশা ,হালিম বেপারী ,জাহাঙ্গীর ও জাকির হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে মিলান বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল ,আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ইতালির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ,আরাফাত রহমান কোকো এর মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।