লেষ্টারে ৩ জুলাই বৈশাখী মেলা — আসছেন আখি আলমগীর

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২২ | আপডেট: ১১:০৬:অপরাহ্ণ, জুন ২২, ২০২২

আহমেদ কাবির :  আগামী ৩ জুলাই রোববার ওয়েষ্ট মিডল্যান্ডসের লেষ্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। প্রবাসের বুকে বাংলা কৃষ্টি সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই প্রথমবারের মতো লেষ্টারে অনুষ্ঠিত হতে যাওয়া লেষ্টার বৈশাখী মেলায় যুক্তরাজ্যের সকল প্রবাসীদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে লেষ্টার বৈশাখী মেলা কমিটি। গত ২১ জুন বার্মিংহামের বিঅন টিভি ইউকেতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লেষ্টার বৈশাখী মেলা কমিটির পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়। লেষ্টারের বাঙালীর এই প্রাণের মেলার বিষয়ে কমিউনিটির মানুষকে অবহিত করার লক্ষ্যে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীসহ কমিউনিটির নানাজনের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লেষ্টার বৈশাখী মেলা কমিটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন খোকন। এসময় জানানো হয় এই প্রথমবারের মতো লেষ্টারে বৈশাখী মেলা আয়োজন হলেও কমিউনিটির মানুষদের আনন্দ বিনোদনের জন্য আয়োজকদের পক্ষ থেকে সর্ব্বোচ্চ চেষ্টা করা হবে। বিশেষ করে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের বৃটিশ বাঙালীদের কাছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি তুলে ধরতে বিভিন্ন আয়োজনের পাশাপাশি দিনব্যাপি খোলা মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্টান যেখানে বৃটেনের প্রখ্যাত শিল্পিদের পাশাপাশি বাংলাদেশ থেকে এসে যোগ দেবেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পি আখি আলমগীর। এছাড়া বাংলাদেশী খাবার বিশেষ করে পিঠা-পুলির অসংখ্য ষ্টলের সাথে থাকবে দেশীয় পণ্যের বেশ কটি ষ্টল। বৈশাখী মেলায় লেষ্টারের মেয়রসহ স্থানীয় বেশ ক‘জন ব্রিটিশ এমপি ছাড়াও বাংলাদেশী কাউন্সিলরও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাঙালী কমিউনিটির বিভিন্ন শীর্ষজনেরা যোগ দেবেন। পুরো আয়োজনকে সফল করতে লেষ্টার বৈশাখী মেলা পরিচালনা কমিটির সদস্যরা দিন রাত কাজ করছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয় বৈশাখী মেলা কমিটির পাশাপাশি লেষ্টারের বাঙালী কমিউনিটির সর্বস্থরের প্রবাসী বাঙালীরাও এই মেলা নিয়ে নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন।

লেষ্টার বৈশাখী মেলার পক্ষ থেকে প্রবাসী সকল বাঙালীকে এই আয়োজনে পরিবার পরিজন নিয়ে যোগ দেওয়ারও আমন্ত্রণ জানানো হয়। সংবাদ সম্মেলনে গনমাধ্যমকর্মীদের বিভিন্ন জিজ্ঞাসায় লেষ্টার বৈশাখী মেলা কমিটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন খোকন ছাড়াও অংশ নেন চেয়ারম্যান আবু তাহের এমবিই,প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দিন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেষ্টার কাউন্সিলের বাঙালী বংশোদ্ভুত কাউন্সিলর শাহিদ খান ও লেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলিফ উদ্দিন। উল্লেখ্য আগামী ৩ জুলাই লেষ্টারের বাঙালী অধ্যুষিত ক্যারাবিয়ান ক্রিকেট ক্লাবের পার্কে দিনব্যাপি অনুষ্ঠিত হবে এই বৈশাখী মেলা।