বার্মিংহামে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলনী ও অভিষেক

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২ | আপডেট: ১০:১৬:অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

লোকমান হোসেন কাজী : বাংলাদেশের রাজনীতিতে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ¦ হুসেইন মোহাম্মদ এরশাদের মতো একজন দেশপ্রেমিক ও জনদরদী মানুষের বড্ড প্রয়োজন বলে আখ্যায়িত করে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম ও মিডল্যান্ডস জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। স্থানীয় জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৮ জুন বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে এই ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্টানের শুরুতেই বাংলাদেশের বন্যা কবলিত অসহায় মানুষদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে তাদের সহযোগিতা করতে দেশ ও প্রবাসের সকলের প্রতি আহবান জানানো হয়। বার্মিংহাম ও মিডল্যান্ডস জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল কাদির আবুলের সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরীর এমবিই এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ঈদ পূর্ণমিলনী ও অভিষেকে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা রশিদ আহমদ। প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য অ্যাডভোকেট এবাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল হামিদ রাজু। বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব বশির উদ্দিন লস্কর,জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন হেলাল ও মনসুর আলম,লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি জবলু উদ্দিন,সাধারণ সম্পাদক রুহুল আমিন,বার্মিংহাম জাতীয় পার্টির সাবেক সভাপতি এ কে আজাদ চৌধুরী এমবিই, জাতীয় পার্টির সহ-সভাপতি জামান আহমেদ,সারোয়ার চৌধুরী,ফারুক হোসেইন,কোষাধ্যক্ষ আজাদ মিয়া,ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল রশীদ ভূইয়া,যুক্তরাজ্য যুব শাব্বির আহমেদ শিবলী,সংহতির আবায়ক শিবলু,র্বামিংহাম যুব সংহতির সভাপতি আকমল হোসেন,আওয়ামী লীগ নেতা আশিক মিয়া,হাসিব উদ্দিন মতিন,লন্ডন মহানগর জাতীয় পার্টির প্রচার সম্পাদকসাহেব আলী,রাকিব উদ্দিন,জামাল উদ্দিন,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আই অনি টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী ও বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী প্রমূখ।

এসময় বক্তারা এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং পল্লী মাতা রওশন এরশাদ সুস্থ্য হয়ে দেশে ফিরে আসায় আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য অ্যাডভোকেট এবাদ হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে পুরো তিনশত আসনেই জাতীয় পার্টি নির্বাচন করবে বলে পার্টির চেয়ারম্যান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন,আওয়ামী লীগ কিংবা বিএনপির সাথে জেটে অংশ না নিয়ে প্রয়োজনে জাতীয় পার্টির নেতৃত্বে অন্যান্য দলগুলোকে নিয়ে বিকল্প জোট গঠন করা হবে। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল হামিদ রাজু তার বক্তব্যে যুক্তরাজ্য থেকে যেসব প্রবাসীরা দেশে গিয়ে নির্বাচনে আগ্রহী তাদেরকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ফয়জুর রহমান চৌধুরী এমবিই ঈদ পুর্নমিলনী ও অভিষেক সফল ও সার্থক করে তোলায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে বার্মিংহাম ও মিডল্যান্ডস জাতীয় পার্টির নতুন কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে অভিষিক্ত করা হয়।