বন্যাঃ জগন্নাথপুরে কৃষকের ছেলের মৃত্যু

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২ | আপডেট: ৮:৫২:অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) :: প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে নিজ ঘরের ভেতর থেকে ধান বের করতে গিয়ে পানিতে পড়ে আহত হওয়া যুবক চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নাঈম মিয়া (১৮) নামের এ তরুণ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য বজলু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়,গত ১৭ জুন ভয়াবহ বন্যায় বজলু মিয়া পরিবারের লোকজন কে নিয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। পরদিন সকালে ছেলে কে নিয়ে তিনি ঘর থেকে বস্তাবন্দি ধান বের করতে যান। ধানের বস্তা মাথায় নিয়ে পানি দিয়ে আসার পথে মাথা ঘুরে পড়ে যান নাঈম মিয়া। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুজাত মিয়া বলেন, নাঈমের অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলকায় শোকের ছায়া বিরাজ করছে।