গ্রেটার ম্যানচেষ্টার ইউরো বাংলা এসোসিয়েশন ইউকের আত্মপ্রকাশ ও বর্ষবরণ

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২ | আপডেট: ১০:৫৩:অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২

আমিনুল হক ওয়েছ (ম্যানচেষ্টার) : বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে ধারন করে শিক্ষা, শান্তির,প্রগতি, ঐকের বন্ধনে প্রবাস জীবনকে সম্বৃদ্ধ করতে ইউরো বাংলা এসোসিয়েশন গ্রেটার ম্যানচেষ্টার ইউকের আত্মপ্রকাশ ও বর্ষবরণ অনুষ্টিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে ম্যানচেষ্টার ও পাশর্^বর্তী বিভিন্ন এলাকায় বসবাস করা বিপুল সংখ্যাক প্রবাসী বাঙালীও তাদের পরিবার পরিজনদের উপস্থিতিতে ম্যানচেষ্টারের রাসফুড পার্কে সংগঠনের এই আত্মপ্রকাশ ও বর্ষবরণ অনুষ্টিত হয়। ইউরো বাংলা এসোসিয়েশন গ্রেটার ম্যানচেষ্টার ইউকের সভাপতি হাজী লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওবায়েদুর রহমান বকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে অনুষ্টানের উদ্বোধন করেন ম্যানচেষ্টারের বাংলাদেশী সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার লুৎফুর রহমান ওবিই,আলহাজ¦ ছুরাবুর রহমান,এডভোকেট মীর গোলাম মোস্তফা,ডি এন কোরেশী,অয়েছ আহমদ কামালী প্রমুখ। অনুষ্টানে ইউরো বাংলা এসোসিয়েশন গ্রেটার ম্যানচেষ্টার ইউকের আত্মপ্রকাশ ছাড়াও বাংলা নববর্ষ বরন করা হয়। এতে ছোট ছেলে -মেয়েসহ মহিলা পুরুষদের মধ্যে বিভিন্ন ধরনের খেলা-ধুলা অনুষ্টিত হয় খেলা পরিচালনা করেন পারভেজ হোসেন। সাংকৃতিক সন্ধ্যা পরিচানায় ছিলেন রগু চন্দ্র নাথ,তুলসি ভৌমিক,দিলরুবা ভূইয়াঁ ও রুপালী শাহা।