বার্মিংহামের সল্টলিতে কমিউনিটি ইভেন্ট

প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২২ | আপডেট: ৬:৪১:পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২২

আহমেদ কাবির : ফুটবল ক্রিকেট স্কোয়াশসহ নানা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী এবং বিভিন্ন ষ্টলে দেশীয় খাবার ও পণ্যের বিক্রয় এবং প্রদর্শনীসহ নানা আয়োজনে বার্মিংহামের সল্টলীর ওয়েলভিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এক কমিউনিটি ইভেন্ট। আওর কমিউনিটি ফাউন্ডেশন ও নাসবি ইয়ুথ সেন্টারের যৌথ উদ্যোগে দিনব্যাপি অনুষ্ঠিত উক্ত কমিউনিটি ইভেন্টে প্রচন্ড গরম উপক্ষো করেও পরিবার পরিজন নিয়ে যোগ দেন বিপুল সংখ্যক প্রবাসী। বিশেষ করে নারী শিশুদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। আগতরা বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়া ছাড়াও অবলোকন করেন ঝুম্বাসহ নানা শারিরীক অনুশীলনের কসরৎ। পাঁচটি ফুটবল দলের অংশগ্রহনে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন দলের খেলোযাড়,সমর্থক,ক্রীড়ামোদী দর্শক ও কমিউনিটির নানাজনের উপস্থিতিতে আওর কমিউনিটি ফাউন্ডেশনের ফাউন্ডার বাসারৎ ডেডের পরিচালনায় পুরস্কার বিতরণীতে অংশ নেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর মৌরিন কর্ণিশ। এসময় লর্ড মেয়র বার্মিংহামের আসন্ন কমনওয়েলথ গেমসের বিষয়টি উল্লেখ করে বলেন, আওর কমিউনিটি ফাউন্ডেশন ও নাসবি ইয়ুথ সেন্টারের এই যৌথ আয়োজন কমিউনিটির ঐক্যবদ্ধতার প্রতীক ; তিনি কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে বার্মিংহাম থাকায় এর প্রতিটি নাগরিক খুবই সৌভাগ্যবান বলেও অভিহিত করেন।

পুরস্কার বিতরণীতে বিজয়ীদের মধ্যে ট্রফি ও বিশেষ মেডেল প্রদান করা হয়। র্পুস্কার বিতরণীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঙালী কাউন্সিলর সাদেক মিয়া শামসু,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলামসহ আয়োজক দু প্রতিষ্টানের বিভিন্ন কর্মকর্তারা। এর আগে উক্ত সকালে কমিউনিটি ইভেন্টের উদ্বোধন করেন ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের ক্রাইম কমিশনার সাইমন ফষ্টার। তিনি একই স্থানে এতো আয়োজনের ভূয়সী প্রশংসা করে কমিউনিটি ইভেন্টের প্রতিটি ষ্টল ও ক্রীড়াস্থল পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বার্মিংহামের ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ। কমিউনিটি নানা স্থরের মানুষের অংশগ্রহণে সফল একটি মাল্টিকালচারাল কমিউনিটি ইভেন্ট আয়োজন করতে পেরে আয়োজকরা ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।