করোনা সংক্রমণ রোধে সারাদেশে শুরু হচ্ছে ৫-১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম। প্রথমে দেশের ১২টি সিটি করপোরেশনে এই কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির উদ্বোধন হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থায় তৈরি করা ফাইজারের টিকা পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে আছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ১৫ লাখ টিকা এসেছে। তাছাড়া, সারাদেশে আমাদের টিকা কর্মীরাও প্রস্তুত রয়েছেন।
প্রথমদিকে শুধু সিটি করপোরেশনেই এই কার্যক্রম চললেও পর্যায়ক্রমে তা সারাদেশের জেলা-উপজেলায় শুরু হবে বলেও জানান খুরশীদ আলম।