ইতালিতে মন্তেভেরদেবাসীর শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২ | আপডেট: ৭:৩৫:অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

অত্যন্ত আনন্দঘন পরিবেশে ইতালি প্রবাসী আগামী প্রজন্মদের দেশ বিদেশের ইতিহাস‌ ঐতিহ্য, ধর্মীয় অনুশাষন ও দেশীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে রাজধানী রোমের মন্তেভেরদে এলাকাবাসীর আয়োজনে‌ শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন দেশটির ভিতেরবো অঞ্চলের নৈশর্গিক স্থান কাপো দি মন্তে লাগো‌ দি বোলসেনায় অনুষ্ঠিত হয়েছে‌।

 

 

 

রাজধানী রোম থেকে শত কিলোমিটার দূরের ঐ প্রকৃতির নৈশর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

 

 

মন্তেভেরদে এলাকার প্রবাসী বাংলাদেশীদের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গদের ব্যবস্থাপনায় এই শিক্ষা সফরে শিশু কিশোরদের কোরআন তেলাওয়াত, খেলাধুলা সহ নানা আয়োজন চলতে থাকে দিনব্যাপী।

 

 

অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর ও‌ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজোকরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের বাংলা ও ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে এরকম শিক্ষা সফরের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।

 

 

 

শেষে কোমলমতি শিশুকিশদের অংশগ্রহণে বিভিন্ন খেলায় ও কোরআন তেলাওয়াতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কার হয়।