জগন্নাথপুরে চার দোকানিকে অর্থদণ্ড

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২ | আপডেট: ৯:২৬:অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

 

রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এ অভিযান করা হয়।

 

অভিযানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোর্ত্তীণ পণ্য পাওয়ায় স্বপ্ন ট্রেডার্স ৭ হাজার, গুরুদেব স্টোরে ১০ হাজার ও বেশি দামে কাঁচামাল বিক্রি করায় ভাই ভাই সবজি ভান্ডারে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া, জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় নাঈম ট্রেডার্সকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় সুনামগঞ্জ র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ এর সদস্যারা উপস্থিত ছিলেন।