সুনামগঞ্জ ও দোয়ারাবাজারে গ্রেটার সিলেট ইউকের অর্থ বিতরণ

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ | আপডেট: ৭:৩০:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২

মোহাম্মদ শাহজাহান চৌধুরী সুনামগঞ্জ ব্যুরো প্রধান:

সুনাসগঞ্জ সদর ও দোয়ারাবাজর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের মিলনায়তনে নগদ অর্থ বিতরণ করা হয়।

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সুনামগঞ্জ কমিটির সহসভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি লতিফুর রহমানের সভাপতিত্বে ও অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের অর্থ সম্পাদক সালেহ আহমদ।

সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলোমের পরিচালনায় জিএসসির নিউক্যাসল ব্যাঞ্চের অর্থ সম্পাদক হাজী সৈয়দ আতাউর রহমান, জিএসসির সিলেট চ্যাপ্টারের অর্থ সম্পাদক আলী আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, লেখক, প্রকাশ ও শ্রীহট্ট প্রকাশনীর স্বত্তাধিকারি জিবলু রহমান, জিএসসির সিলেট চ্যাপ্টারের শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর প্রমুখ।

আলোচনা সভা শেষে ছাতক উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

 

এরপর বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদস মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ইজ্জত আলীর সভাপতিত্বে এ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ পূর্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এÐ ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের অর্থ সম্পাদক সালেহ আহমদ। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি মাসুম হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিএসসির নিউক্যাসল ব্যাঞ্চের অর্থ সম্পাদক হাজী সৈয়দ আতাউর রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, লেখক, প্রকাশ ও শ্রীহট্ট প্রকাশনীর স্বত্তাধিকারি জিবলু রহমান, জিএসসির সিলেট চ্যাপ্টারের শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

 

 

পরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।