জগন্নাথপুরে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে নিখোঁজ ১

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২ | আপডেট: ৮:৪৬:অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

আলী আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ)  প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ধাওয়া খেয়ে কুশিয়ারা নদীতে পড়ে তাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে কুশিয়ারা নদীর রানীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোজ তাজ উদ্দিন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুশিয়ারা নদীর রানীগঞ্জ পুরাতন লঞ্চঘাটে বসে  তাজ উদ্দিনসহ চার ব্যক্তি জুয়া খেলছিলেন।খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম সফিকের নেতৃত্বে একদল পুলিশ জুয়ারিদের ধাওয়া দেয়। এসময় তাজ উদ্দিনসহ চার জুয়ারি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে তিনজন সাঁতার দিয়ে তীরে উঠলেও তাজ উদ্দিন নিখোজ হন এবং গন্ধবপুর গ্রামের আছাব আলী (৫৫) কে স্হানীয়রা আহতাবস্থায়  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রানীগঞ্জে অন্য একটি অভিযানে যাওয়া সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন নদীতে ঝাঁপ দেয় এবং তাদের মধ্যে একজন পাড়ে উঠতে পারেনি। তাকে উদ্ধারে অভিযানে চালাচ্ছে পুলিশ।