ইতালি প্রবাসী খুলনা বাসীদের‌ কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে বৃহত্তর খুলনা কল্যাণ সমিতি নাপোলী

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২ | আপডেট: ১০:১৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

 

ইতালির নাপোলি শহরের সানজেন্নারো পৌরসভায় বৃহত্তর খুলনা কল্যান সমিতি কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, ও এন,আর,বি ইসলামিক লাইফ ইন্সুইরেন্সের চীফ কনসালটেন্ট ড. মুফতি এম, এ আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পালমা কাম্পানীয়া, সান জেন্নারোসহ আশপাশ এলাকার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

ইতালি বসবাসরত যুব সমাজের কর্ম সংস্থান সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করার অঙ্গিকার ব্যক্ত করেন সংগঠনের নেতারা। এ সময় তারা বাংলাদেশ থেকে নবাগত ইতালি প্রবাসীদের প্রশিক্ষণ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করারও প্রতিশ্রতি দেন।

 

 

উদ্বোধনী অধিবেশনের পর কাউন্সিলের মধ্য দিয়ে পুরনো কমিটি বিলুপ্তি ঘোষনা করেন নেতৃবৃন্দ। পরে, প্রধান নির্বাচন কমিশনার মনোয়ার হোসেনের সভাপতিত্বে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে শাহজাহান হাওলাদার চুন্নুকে সভাপতি এবং শেখ‌ মুজিব সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।

 

 

 

এসময় নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সানাউল্লাহ সানি, মোল্লা মনিরুজ্জামান মনির, মুকুল তালুকদার, নুরুল হক সিকদার, আব্দুস সালাম, আসলাম হোসেনসহ আরো অনেকে।