পর্তুগালে বিএনপি‘র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ৫:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২ | আপডেট: ৫:০৯:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

সাইফুল হক (পর্তুগাল থেকে) : কেক কেটে,আলোচনা সভা ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে পর্তুগালের রাজধানী লিসবনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলীয় বিভিন্ন নেতাকর্মীসহ কমিউনিটির নানা শীর্ষজনদের উপস্থিতিতে গত ২৫ সেপ্টেম্বর লিসবনের শাহজালাল ক্বারী ও পিজ্জা রেষ্টুরেন্টে পর্তুগাল বিএনপির উদ্যোগে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম তালুকদারের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক সাইফুল হক ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্টাবার্ষিকী শুরু হয় হাফিজ আহমদ হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রতিষ্টা বার্ষিকীর আলোচনায় অংশ নেন মাতৃমনিজ মসজিদের সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা সাজিদ আহমদ,পর্তুগাল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাকিম মিনহাজ,দপ্তর সম্পাদক অলি আহমদ সানি,বিএনপি নেতা খসরু মিয়া,নাসির আহমদ,শফিকুজ্জামান চৌধুরী রিপন,সুজন মিয়া,দিলহান আহমদ,সিহাব উদ্দিন,জাকির আহমদ,রাজনুল আমিন,আশরাফ আহমদ,জেকসন আজাদ,নজরুল ইলাম,বিলাল আহমদ,শহিদ আহমদ,নজমুল ইসলাম,সৈয়দ আবদুর রজমান,এস এম ইমরান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,তার প্রতিষ্টিত বহুদলীয় গণতন্ত্র বর্তমানে ধ্বংস হয়ে গেছে। সেই গনতন্ত্রকে ফিরিয়ে আনতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলে বর্তমান ফ্যাসিবাদ ভোটারবিহীন নির্বাচনের সরকারকে হঠাতে হবে। বক্তরা প্রতিষ্টাবার্ষিকীর আলোচনায় অবিলম্বে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তিও দাবী করেন। আলোচনা শেষে সকল নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটার পর বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।