কুলাউড়ায় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে মৌলভীবাজার – ২ আসনের এমপি সুলতান মনসুরের ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২ | আপডেট: ১:২১:পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডি-২) শীর্ষক প্রকল্পের মাধ্যমে কবরস্থান ও ঈদগাহসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছেন।

 

প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ২ কোটি ১০ লাখ টাকা ইতিমধ্যে জনস্বার্থে সুলতান মনসুর উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, শশ্মানঘাট ও খেলার মাঠ উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান করেছেন।

 

 

৬১টি প্রকল্পের মধ্যে ১টিতে ৭ লাখ ও অপরটিতে ৫ লাখ টাকা ছাড়া অপর ৫৯টি প্রকল্পের প্রতিটিতে ৩ লাখ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে।

 

 

ইউনিয়নওয়ারী প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরমচাল ইউনিয়নের ৪টি প্রকল্পের মধ্যে ২টি ঈদগাহ, ১টি কবরস্থান ও ১টি মন্দির উন্নয়নে ১২ লাখ টাকা, ভূকশিমইল ইউনিয়নের ৫টি প্রকল্পের মধ্যে ১টি ঈদগাহ, ১টি কবরস্থান ও ৩টি মসজিদ উন্নয়নে ১৫ লাখ টাকা, ভাটেরা ইউনিয়নের ৪টি প্রকল্পের মধ্যে ২টি ঈদগাহ ও ২টি মসজিদ উন্নয়নে ১২ লাখ টাকা, জয়চণ্ডী ইউনিয়নের ৪টি প্রকল্পের মধ্যে ২টি কবরস্থান ও ২টি মসজিদ উন্নয়নে ১২ লাখ টাকা, ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৪টি প্রকল্পের মধ্যে ২টি কবরস্থান, ১টি ঈদগাহ ও ১টি মসজিদ উন্নয়নে ১৮ লাখ টাকা, কাদিপুর ইউনিয়নের ৫টি প্রকল্পের মধ্যে ২টি কবরস্থান ও ৩টি মসজিদ উন্নয়নে ১৫ লাখ টাকা, সদর ইউনিয়নের ৩টি প্রকল্পের মধ্যে ১টি কবরস্থান ও ২টি মসজিদ উন্নয়নে ৯ লাখ টাকা, রাউৎগাঁও ইউনিয়নের ৫টি প্রকল্পের মধ্যে ৪টি কবরস্থান ও ১টি মসজিদ উন্নয়নে ১৫ লাখ টাকা, টিলাগাঁও ইউনিয়নের ৪টি প্রকল্পের মধ্যে ১টি কবরস্থান, ১টি ঈদগাহ, ১টি মসজিদ ও ১টি মন্দির উন্নয়নে ১২ লাখ টাকা, হাজীপুর ইউনিয়নের ৫টি প্রকল্পের মধ্যে ১টি ঈদগাহ, ২টি মসজিদ, ১টি মন্দির ও কানিহাটি খেলার মাঠ উন্নয়নে ১৫ লাখ টাকা, শরীফপুর ইউনিয়নের ৫টি প্রকল্পের মধ্যে ১টি ঈদগাহ, ২টি মসজিদ, ১টি কবরস্থান ও ১টি কীর্তনঘর উন্নয়নে ১৫ লাখ টাকা, পৃথিমপাশা ইউনিয়নের ৪টি প্রকল্পের মধ্যে ২টি ঈদগাহ, ১টি মসজিদ, ১টি কবরস্থান উন্নয়নে ১২ লাখ টাকা, কর্মধা ইউনিয়নের ৩টি প্রকল্পের মধ্যে ১টি মসজিদ, ১টি কবরস্থান ও ১টি মন্দির উন্নয়নে ৯ লাখ টাকা এবং কুলাউড়া পৌরসভার ৬টি প্রকল্পের মধ্যে ২টি মসজিদ, ২টি কবরস্থান, ১টি ঈদগাহ ও ১টি সার্বজনীন শশ্মানঘাট উন্নয়নে ১৮ লাখ টাকাসহ মোট ২ কোটি ১০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে।