বার্মিংহামে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২ | আপডেট: ১২:২৬:পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

আহমেদ কাবির : যুক্তরাজ্যে বসবাসত সুনামগঞ্জ জেলার দিরাই-শাল্লা এলাকার প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামে। বার্মিংহাম ছাড়াও অন্যান্য শহর থেকে আসা সংগঠনের বিভিন্ন সদস্যদের উপস্থিতিতে গত ১৪ নভেম্বর বার্মিংহামের স্মলহীথের পানসী রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র সভাপতি খালেদ রেজা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তারা এলাকার আর্ত সামাজিক উন্নয়নে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন মিজানুর রহমান,সোলেমান কবির ফুলু,ফয়সল চৌধুরী,হাজী হারুন মিয়া,বেলাল রেজা খান,আতিকুর রহমান রুবেল,শাহরিয়ার খোকন,মোশাররফ হোসেইন লিটন,শাহ কামাল,বুরহান উদ্দিন চৌধুরী ও ফয়সল আহমদ প্রমূখ। সভা শেষে এক প্রীতিভোজেরও আয়োজন করা হয়। প্রীতিভোজে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র কার্য নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও অন্যান্যদের মধ্যে যোগ দেন আব্দুল লতিফ জেপি,মুজিবুর রহমান বাবুল,কবীরুল রশীদ,এমদাদুল হক লাভলু,মনিরুল হক,মিনহাজ উদ্দীন তাজ,মোফাজ্জল হোসেন,আল আমিন ও জমাদার উল্লাহ।